রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৭
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।
আজ বুধবার বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন।
ডিসি ওয়ালিদ হোসেন বলেন, সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়।
উপকমিশনার আরো বলেন, অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছয় হাজার ৫২৬টি ইয়াবা, ১৪২ গ্রাম হেরোইন, এক কেজি ১৭৮ গ্রাম গাঁজা, এক লিটার মদ ও ৭৫ বোতল ফেনেসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে বলে জানান ওয়ালিদ হোসেন।