রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা (ডিবি) বিভাগ।
ডিএমপির জনসংযোগ শাখা থেকে আজ মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ২১ হাজার ২৩৮টি ইয়াবা, ২২৩ গ্রাম হেরোইন, পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।