রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯২
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
ডিএমপির গণমাধ্যম শাখা থেকে আজ শুক্রবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭২টি মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে দুই হাজার ৭৬৩টি ইয়াবা, ৮০ কেজি ৭৯৮ গ্রাম গাঁজা, ২৫৩ দশমিক ৯ গ্রাম হেরোইন ও পাঁচ বোতল দেশি মদ জব্দ করা হয়।