রাজধানীতে যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন, গ্রেপ্তার ১
রাজধানীর ওয়ারীতে যুবলীগ নেতার কবজি কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় অভিযুক্ত ওমর আশরাফ ফারুককে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-১০।
আজ মঙ্গলবার বিকেলে র্যাব-১০ এর অধিনায়ক মাহ্ফুজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে, গত ৩ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে ওয়ারীর গোপীবাগ এলাকায় যুবলীগ নেতা মো. আলমগীর হোসেন (৪৩) এশার নামাজ আদায়ের জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় তার ওপর হামলা হয়। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয় তাকে। বাম হাতের কবজি কেটে ফেলা হয়। আলমগীরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তাকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে আলমগীরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় ওমর আশরাফ ফারুকসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুই-তিন জনের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি হত্যা চেষ্টার মামলা করে আলমগীরের পবিবার।
র্যাব-১০ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। তাদের একটি টিম ৫ সেপ্টেম্বর রাতে মোহাম্মদপুরের সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে ওমর আশরাফকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে বলে জানায় র্যাব।