রাজধানীতে সন্ত্রাসী হামলায় আহত বিএনপিনেতা তাবিথ আউয়াল হাসপাতালে ভর্তি
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যার পর পূর্ব ঘোষিত মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালনের সময় হামলার শিকার হন তাঁরা। গুরুত্ব আহত তাবিথ আউয়ালকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, বিএনপির কর্মসূচি শুরুর আগেই রাস্তার অপর পাশে ছাত্রলীগ, যুবলীগ মিছিল করছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য যখন প্রায় শেষ পর্যায়ে, তখন অপর পাশ থেকে এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় তাঁরা। এই হামলায় বহু নেতাকর্মী আহত হয়েছেন। নারীকর্মীরাও আহত হয়েছেন।
শায়রুল আরও জানান, তাবিথ আউয়াল গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়রুল জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানও আহত হয়েছেন। মোয়াজ্জেম হোসেন আলাল প্রাথমিক চিকিৎসা নিয়ে শঙ্কা মুক্ত আছেন। বাকিদের বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই হাসপাতালে তাবিথ আউয়ালকে দেখতে গিয়েছেন বলে জানান শায়রুল।
মোমবাতি প্রজ্বালন ও মৌন কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।