রাজধানীতে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচি
বিদ্যুৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্থিতিশীলতা, সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ৩৬ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন এবং ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট।
আজ শনিবার (১ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান।
জোটের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘পবিত্র রমজান মাসে সরকার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্থিতিশীল করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। সাধারণ মানুষকে জিম্মি করে বিদ্যুৎ, গ্যাসের দাম অনবরত বাড়িয়েই চলছে।’
সাইদুর রহমান আরও বলেন, ‘অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে হবে এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’
এ সময় আরও বক্তব্য দেন জোটের সহকারী সমন্বয়কারী অ্যাডভোকেট মাঈনুদ্দীন মজুমদার, জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক পীর সাহেব, সংবিধান সংরক্ষণ পরিষদের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবজাল হোসাইন মৃধা, জাতীয়তাবাদী আইন শিক্ষক পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি শেখ আলীমুল্লাহ আলীম, সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহাম্মেদ মজুমদার, বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার রহমান সিকদার, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি শাহজাহান, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক সেলিম ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ।