রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আলী হোসেন নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল আলী। আজ রোববার সকাল ৭টার দিকে তেজগাঁও বিজিপ্রেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার দায়িত্বরত কর্মকর্তা আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলী হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
নিহতের মামাতো ভাই রুবেল হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘আলী হোসেন সকালে কোচিংয়ের উদ্দেশ্য বাসা থেকে বের হয়। তিব্বত এলাকায় রাস্তা পারাপার হচ্ছিল আলী। সে সময় একটি অজ্ঞাতনামা দ্রুতগামী গাড়ির ধাক্কায় সে গুরুতর আহত হয়। তারপর হাসপাতালে নেওয়া হয়। হলিক্রস স্কুলের পাশে তার কোচিং সেন্টার।’
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
আলী হোসেনের গ্রামের বাড়ি বরিশাল মুলাদী উপজেলার কৃষ্ণপুর গ্রামে। তার বাবার নাম আজমির হোসেন। পরিবারের সঙ্গে সে তেজগাঁও কুনিয়াপাড়া এলাকায় থাকতো।