রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আঁচ
আজ শনিবার সকালে অপ্রত্যাশিত বৃষ্টি আর বিষণ্ণ আবহাওয়ায় ছেয়ে যায় রাজধানী। এ ছাড়া এ বৃষ্টিপাত যেন রাজধানীর শীতের আমেজও কিছুটা বাড়িয়ে দিয়েছে। সকালে টানা তিন ঘণ্টার ঝিরঝিরে বৃষ্টির জেরে দুর্ভোগেও পড়ে যায় নগরবাসী।
অপ্রত্যাশিত এ বৃষ্টিতে ব্যস্ত নগরীতে যানজটে বসে থাকা কিংবা গণপরিবহণের জন্য অপেক্ষাকারী সাধারণ নগরবাসী বেশ বিপাকে পড়ে যায়। কেউ কেউ বৃষ্টি থেকে বাঁচতে বেশি ভাড়া দিয়ে রিকশায় চড়ে গন্তব্যে পৌঁছান।
আবহাওয়া বিভাগ আজ সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং আগামী ৪৮ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, নিম্নচাপের কারণে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এদিকে, উত্তর তামিলনাড়ু এবং সংলগ্ন অঞ্চলে অবস্থানকারী সুস্পষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে একটি লঘু নিম্নচাপে পরিণত হয়ে একই স্থানে অবস্থান করছে।
অন্যদিকে, উত্তর বঙ্গোপসাগরের ওপর আরেকটি নিম্নচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আন্দামান সাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।
এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।