রাজধানীতে ৪৮ জন গ্রেপ্তার
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গতকাল শনিবার সকাল থেকে আজ রোববার সকালের মধ্যে বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন আজ রোববার এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
ওয়ালিদ হোসেন বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ ৪৮ জনকে গ্রেপ্তার করেছে। এরা সবাই মাদকসেবী ও ব্যবসায়ী। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করেছে।’
পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ‘অভিযানের সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে দুই হাজার ৭৮১টি ইয়াবা, ১৪৫ গ্রাম হেরোইন, তিন কেজি ৫৭৫ গ্রাম গাঁজা ও পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।’
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৩৫টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ডিসি ওয়ালিদ।