রাজধানীর আকাশে আলোর ঝলকানি
রাজধানী ঢাকার আকাশে দেখা দিয়েছে আলোর ঝলকানি। রোদও উঠেছে বেশ। তবে, পুরোপুরি মেঘমুক্ত হতে পারেনি আকাশ।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীতে গতকাল সোমবার ব্যাপক বৃষ্টিপাত হয়। আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাতের তথ্য পাওয়া যায়। উত্তরা, মিরপুর এলাকার বিভিন্ন রাস্তায় জমে ছিল পানি। সকাল সাড়ে আটটার পর থেকে আলো ফুটতে থাকে। ৯টার পর থেকে মেলে রোদের দেখা।
অনেক এলাকায় অলিগলি ও সড়কে গাছপালা পড়ে থাকতে দেখা যায়। এর ফলে যানবাহন চলাচল ব্যহত হয়। যদিও সেগুলো সরাতে কাজ করছে ফায়ার সার্ভিস।
এদিকে, উপকূলে আঘাত হেনে ধীরে ধীরে শক্তি কমে ঘূর্ণিঝড় সিত্রাং এখন রূপ নিয়েছে নিম্নচাপে। মধ্যরাতে ঘূর্ণিঝড়ের কেন্দ্র উপকূল অতিক্রম করেছে। এতে দেশের সমুদ্র বন্দরগুলোকে বিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড়ে ছয় জেলায় ১১ জন নিহতের তথ্য পাওয়া গেছে।
গতকাল সোমবার দিনগত রাতে প্রকাশিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বর্তমানে স্থল নিম্নচাপ আকারে ঢাকা–কুমিল্লা–ব্রাহ্মণবাড়িয়া এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে। রাতেই ঘূর্ণিঝড়টি সিলেট হয়ে ভারতে প্রবেশ করবে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঘূর্ণিঝড়টি উপকূল ছেড়ে এলেও এখনো উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ পার্থক্যের আধিক্য রয়েছে। মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।