রাজধানীর কমলাপুর রেলস্টেশনের মালবাহী কনটেইনারে অগ্নিকাণ্ড
রাজধানী ঢাকার কমলাপুর রেলস্টেশনের ভেতরে একটি মালবাহী কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নির্বাপনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। আজ শনিবার বিকেল ৩টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের কারণ এখনও জানতে পারেনি ফায়ার সার্ভিস।
আজ শনিবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা দেওয়ান আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
দেওয়ান আজাদ এনটিভি অনলাইনকে বলেন, ‘আগুন লেগেছে মালবাহী কনটেইনার রাখার স্থানে। সেখানে যেতে আমাদের বেগ পেতে হয়েছে।’
আগুনের বর্তমান পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে দেওয়ান আজাদ বলেন, ‘ঘটনাস্থল থেকে আমাদের জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে। তবে কতক্ষণে নিয়ন্ত্রণে এসেছে, জানা যায়নি।’
এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক শাহজাহান শিকদার জানান, কমলাপুরে রেলস্টেশনের ভেতরে একটি মালবাহী কনটেইনারে আগুন লেগেছে। তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।