রাজধানীর কুনিপাড়ার আগুন আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ার বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আজ সোমবার (১৩ মার্চ) রাত ১০টা ১০ মিনিটে এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এতে কাজ করে ১২ ইউনিট।
সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে একে একে যোগ দেয় অপর ইউনিটগুলো। যদিও আগুনের কারণ ও হতাহতের খবর এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
রাত ১০টা ১২ মিনিটে এসব তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ।’ তবে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেননি তিনি।