রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
রাজধানীর কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
লিমা খানম বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের খবর এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট। প্রয়োজনে আরও ইউনিট বাড়ানো হবে।’
রাজধানীর বনানী থানা এলাকার ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড নিয়ে কড়াইল বস্তি গড়ে উঠেছে। যার ৯০ ভাগই পড়েছে ১৯ নম্বর ওয়ার্ডে। বস্তিটি গড়ে উঠেছে মূলত টিঅ্যান্ডটি, রাজউক ও পিডব্লিউডির সরকারি জায়গায়। কড়াইল বস্তিতে আনুমানিক সাড়ে তিন লাখ মানুষের বসবাস। তারা সবাই নিম্ন আয়ের মানুষ।