রাজধানীর খিলক্ষেতে অর্ধেক মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার
রাজধানীর খিলক্ষেত উড়াল সড়কের পাশে অর্ধেক মাটিচাপা দেওয়া এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর আঙুলের ছাপ নেওয়া হয়। তারপর তা জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে মেলানো হয়। সে অনুযায়ী ওই নারীর নাম শারমিন বেগম (৩৮)। খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।
এসআই সোহরাব হোসেন বলেন, ‘শারমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রথমে শারমিনের পরিচয় জানা যায়নি। অজ্ঞাতপরিচয় হিসেবে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়। আঙুলের ছাপে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।’
সোহরাব হোসেন বলেন, ‘খিলক্ষেত থেকে পূর্বাচল যাওয়ার পথে উড়াল সড়কের ঢালের পাশে শারমিনের লাশ অর্ধেক মাটিচাপা দেওয়া ছিল। ৩০০ ফুট সড়কের সংস্কার কাজে নিয়োজিতরা লাশ দেখে থানায় খবর দেন। পরে আমরা গিয়ে লাশ উদ্ধার করি। ধারণা করছি, শারমিনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তারপর মাটিচাপা দিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। তাঁর শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’
সোহরাব হোসেন আরও বলেন, ‘শারমিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। কারা তাঁকে হত্যা করেছে, উড়াল সড়কের পাশে তাঁর লাশ কীভাবে এলো, এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।’