রাজধানীর রামপুরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ
রাজধানীর রামপুরায় বাসচাপায় একরামুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী মাইনুদ্দিন দুর্জয় নিহতের ঘটনার প্রতিবাদে সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে রামপুরায় সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকালে বিএএফ শাহীন কলেজ, ইম্পেরিয়াল কলেজ ও একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে মানববন্ধন করে। পরে আশপাশের আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে যোগ দেন।
স্কুল-কলেজের শিক্ষার্থীরা এ সময় গাড়ির চালকের লাইসেন্স ও কাগজপত্র যাচাই–বাছাই করা শুরু করে। মঙ্গলবার দুপুর আড়াইটা পর্যন্ত তাদেরকে সড়ক অবরোধ করে রাখতে দেখা যায়।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে রামপুরায় রাস্তা পার হওয়ার সময় দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে নিহত হয় দুর্জয়। এবার সে এসএসসি পরীক্ষা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাইনুদ্দিনের বাবা রামপুরায় একটি চায়ের দোকান চালান। দুই ভাই ও এক বোনের মধ্যে দুর্জয় সবার ছোট। তাঁদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
মাইনুদ্দিন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সোমবার রাতেই ক্ষুব্ধ হয়ে বেশ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেয়।