রাজধানীর লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর লালবাগের প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে। দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। শুক্রবার দুপুর ১২টা ৬ মিনিটের দিকে শহীদনগর বউবাজারে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়ে বলেন, প্রথমে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর আগুন ভয়াবহ রূপ নিলে আরও ৫টি ইউনিট যায়।
রোজিনা আক্তার বলেন, ‘ওই কারখানায় আগুন লাগে দুপুর ১২টা ৬ মিনিটে। খবর পেয়ে ১২টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম সাতটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৫টি ইউনিট কাজ যায়। ১ টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্লাস্টিক কারখানাটি টিনশেডের। ’
রোজিনা আক্তার আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি। বিস্তারিত তদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে।’