রাজধানীর সড়কে বিমানবাহিনীর কর্মকর্তা নিহত, দুই সন্তান আহত
রাজধানীর সড়কে ট্রাকের ধাক্কায় বিমানবাহিনীর কর্মকর্তা মাকসুদুল কায়সার (৪৫) নিহত হয়েছেন। এ সময় তাঁর দুই সন্তান রোজমি জাহান রাফা (১৩) ও তানভীর আহমেদ (৯) আহত হন। তাঁরা রাজধানীর বিএএফ শাহীন স্কুলের শিক্ষার্থী। আর নিহত মাকসুদুল বিমানবাহিনীর জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার ছিলেন।
জানা গেছে, রাজধানীর হাইকোর্ট মোড়ে গতকাল বুধবার বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন মাকসুদুল কায়সার। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মাকসুদুলের স্ত্রী জুঁই আক্তার বলেন, ‘সন্তানদের স্কুলে পৌঁছে দেওয়ার পর তিনি (স্বামী) কর্মস্থলে যেতেন। স্কুল ছুটি শেষে ছেলেমেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরতেন।’
জুঁই জানান, বুধবার সকালে দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে স্কুলে নিয়ে যাচ্ছিলেন মাকসুদুল। হাইকোর্ট মোড়ের কদম ফোয়ারার কাছে পৌঁছালে বেপরোয়া গতির একটি ট্রাক পেছন থেকে তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়ে। রক্তাক্ত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে মাকসুদুল মারা যান।
জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার এনটিভি অনলাইনকে বলেন, ‘নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় ট্রাকচালককে আসামি করা হয়েছে। তবে, এ পর্যন্ত ট্রাকচালককে আটক করা যায়নি।’