রাজধানী থেকে হীরাসহ ৩০০ ভরি স্বর্ণ চুরি
রাজধানীর কচুক্ষেতে একটি জুয়েলার্স থেকে ত্রিশ লাখ টাকার হীরাসহ ৩০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। এ সময় নগদ ৫ লাখ টাকা নিয়ে যায় চোরচক্র। আজ শনিবার ভোররাত সাড়ে চারটার দিকে রাঙাপরী জুয়েলার্সের তালা ভেঙে চুরির এ ঘটনা ঘটে।
চুরির ঘটনায় চারজনকে শনাক্ত করেছে পুলিশ। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানিয়েছেন।
আজ বিকেলে ওসি দেলোয়ার এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রতিষ্ঠানের মালিক আবুল কালাম ভূঁইয়া জানিয়েছেন, তাঁর জুয়েলার্স থেকে প্রায় ৩০০ ভরি স্বর্ণ, ৩০ লাখ টাকার হীরা ও নগদ পাঁচ লাখ টাকা চুরি হয়েছে।’
ওসি দেলোয়ার আরও বলেন, ‘রজনীগন্ধা টাওয়ারের নিচতলায় রাঙাপরী জুয়েলার্সের চুরির ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা চারজনকে শনাক্ত করেছি। যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
দেলোয়ার হোসেন বলেন, ‘ক্যামেরা দেখে শনাক্ত করা ওই চারজনের মধ্যে একজন ভবনের নিরাপত্তাকর্মী। তিনি রজনীগন্ধা টাওয়ারের গেট খুলে তিনজনকে ভেতরে ঢুকতে ও বের হতে সহায়তা করেন। এ ছাড়া আমরা বিষয়টি আরও তদন্ত করে দেখছি। কার কী ভূমিকা, তাও দেখা হচ্ছে।’
ওসি দেলোয়ার হোসেন আরও বলেন, ‘রাঙাপরী জুয়েলার্সের মালিক আবুল কালাম ভূঁইয়া এ ঘটনায় একটি মামলা করেছেন। সেখানে কয়েকজনকে আসামি করা করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই নাম বলতে চাচ্ছি না।’