রাজপথে আসুন, মোকাবিলা ও ফয়সালা হবে : ওবায়দুল কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগুন নিয়ে খেলতে গেলে, পরিণাম হবে ভয়াবহ।’
ওবায়দুল কাদের আজ সোমবার সকালে এ কথা বলেছেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আজ সোমবার বনানী কবরস্থানে তাঁর কবরে পুস্পমাল্য অর্পণ করেছে আওয়ামী লীগ। এ সময় দলের নেতাকর্মীরা কবর জিয়ারত ও দোয়া করেন।
আজ সকাল থেকেই আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গমাতা শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণী ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর সহযোদ্ধা। শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে, শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভুমিকা ছিলো অপরিসীম। এ সময় ওবায়দুল কাদের বিএনপির আন্দোলন নিয়েও কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা আজ চতুর্থ বারের মতো ক্ষমতার মঞ্চে। আমরা রাজপথে ছিলাম; আমরা রাজপথে আছি... আসুন রাজপথে, মোকাবিলা হবে, ফয়সালা হবে। তবে, আগুন নিয়ে খেলতে গেলে পরিণাম হবে ভয়াবহ।’