রাজশাহীতে অবসরপ্রাপ্ত শিক্ষকের মরদেহ উদ্ধার
রাজশাহী মহানগরীর ঘোষপাড়া এলাকার বাড়ি থেকে মায়া রাণী ঘোষ নামের অবসরপ্রাপ্ত এক প্রধান শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিঃসন্তান এ নারী বাড়িতে একা বসবাস করতেন।
আজ মঙ্গলবার দুপুরে পালিত মেয়ে পুতুল রাণী মায়ের খোঁজ নিতে এসে দেখেন গলায় ওড়না পেঁচানো অবস্থায় মায়া রাণী ঘোষের নিথর দেহ পড়ে আছে। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে।
মায়া রাণী ঘোষ মুন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে কয়েক বছর আগে অবসরে যান। তাঁর স্বামী আগেই মারা গেছেন। ঘর থেকে মায়া রানীর ব্যবহৃত স্বর্ণালঙ্কার পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, স্বর্ণালংকার চুরি করে মায়া রানীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ ও সিআইডি ঘটনা তদন্তে মাঠে নেমেছে।