রাজশাহীতে সীমানাপ্রাচীর ধসে নিহত ১
রাজশাহী মহানগরীর ছোট বনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এন্তাজুল ইসলাম নামে এক ব্যক্তির পাঁচতলা বাড়ি নির্মাণের জন্য ভিত খননের সময় পাশের জমির সীমানাপ্রাচীর ধসে পড়ে রিয়াজুল (৩৫) নামের এক শ্রমিক নিহত এবং পাঁচজন আহত হয়েছে। আজ শনিবার বেলা ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদের মধ্যে গোদাগাড়ী ডাইংপাড়া এলাকার রিয়াজুলকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ডাইংপাড়া এলাকার মাহাতাবের ছেলে। আহত বাকি চারজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তারা বিপদমুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাকির হোসেন জানান, তারা খবর পান ছোট বনগ্রাম পশ্চিমপাড়া এলাকায় সীমানা দেয়াল ধসে নয়জন চাপা পড়েছে। এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের মধ্যে রিয়াজুল ইসলাম নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে মৃত ঘোষণা করা হয়েছে। বাকি চারজনকে হাসপাতালের ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা শঙ্কামুক্ত।
পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে ইটের ভাঙা টুকরো সরিয়ে নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু করে। বেলা সাড়ে ৫টার দিকে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়। তবে ঘটনাস্থলে আর কাউকে চাপা পড়া অবস্থায় পাওয়া যায়নি।