রাজশাহী ও রংপুর ছাড়া সারা দেশে বৃষ্টির পূর্বাভাস
রাজশাহী ও রংপুর ছাড়া সারা দেশে আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশ কম মেঘলা থাকবে। তাই সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। যেসব জায়গায় বেশি মেঘ জমবে, সেসব এলাকায় তাপমাত্রা কমার হার তুলনামূলক বেশি হতে পারে।
এদিকে আজ বুধবার বিকেলে ঢাকা জেলায় চার মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলী, রাজশাহীর ঈশ্বরদীতে ও টাঙ্গাইলে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ১১ মিলিমিটার।
আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ চট্টগ্রামের টেকনাফে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।