রামপালে অস্ত্র-গুলিসহ আটক ২
বাগেরহাটের রামপাল উপজেলায় কৈগরদাসকাঠী এলাকায় অভিযান চালিয়ে দুটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও দুটি ধারালো অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব-৬।
আটককৃতরা হলেন কৈগরদাসকাঠী গ্রামের মো. মিকাইল শেখ (২৬) ও একই এলাকার বেল্লাল শেখ।
আজ বিকেলে এক ইমেইল বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৬।
র্যাব-৬ (খুলনা) ইমেলই বার্তায় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে ওই এলাকার জনৈক নুরুল শেখের বসতবাড়ির দক্ষিণ পাশে অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোরা চেষ্টা করে। র্যাব ধাওয়া করে মিকাইল শেখ ও বেল্লাল শেখকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে দেশি তৈরি দুইটি পাইপগান, তিন রাউন্ড তাজা ও দুটি ধারালো অস্ত্র (হাসুয়া) জব্দ করা হয়।
আজ বিকেল সোয়া ৫টার দিকে আটককৃতদের বিরুদ্ধে রামপাল থানায় র্যাবের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছিল।