রামপালে জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ডিসির ত্রাণ বিতরণ
ইয়াসের প্রভাবে আজ বুধবার দুপুরে পানির চাপে বাগেরহাটের রামপালের একটি বেড়িবাঁধ ভেঙে গেছে। উপজেলার হুড়কা ইউনিয়নে বগুড়া নদীর পাড়ের ১০০ মিটার বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে। এতে মুহূর্তের মধ্যে পানিবন্দি হয়ে পড়ে ওই এলাকার প্রায় ২০০ পরিবার। ফলে ওই এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কবীর হোসেন জানান, বাঁধ ভাঙার খবর পেয়ে বাগেরহাটের জেলা প্রশাসক বিকেলে রামপালে ছুটে আসেন। এরপর ওই এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত অর্ধশত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
এছাড়া জেলা প্রশাসকের নির্দেশনায় বিকেলেই বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়েছে বলেও জানান তিনি।
ইউএনও মোহাম্মদ কবীর হোসেন আরও জানিয়েছেন, এদিকে জলোচ্ছ্বাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯১৭টি চিংড়ি ঘের তলিয়ে গেছে। এতে ভেসে গেছে প্রায় কোটি টাকার মাছ।
উপজেলার ক্ষয়ক্ষতি নিরুপণে বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন বলেও জানান তিনি।