রামপালে পুকুরে মিলল লোনাপানির কুমির
বাগেরহাটের রামপালের একটি পুকুরে মিলল লোনাপানির কুমির। আজ মঙ্গলবার সকালে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা এলাকার ইস্রাফিলের বাড়ির পুকুরে কুমিরটি পাওয়া যায়। পরে টানা জাল দিয়ে সেটিকে উদ্ধার করা হয়। এরপর খবর পেয়ে বনবিভাগ কুমিরটিকে করমজল প্রজনন কেন্দ্রে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, এই পুকুরের সঙ্গে কৈচোর খালের সংযোগ রয়েছে। আজ সকালে পুকুরে ওজু করতে কুমিরটিকে ভেসে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে তাঁরা জাল দিয়ে ধরে করমজল ফরেস্ট কর্মকর্তা আজাদ কবিরকে খবর দেন। এরপর বনবিভাগের সদস্যরা এসে কুমিরটিকে নিয়ে যান।
করমজল কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, কুমিরটি নয় ফুট লম্বা। তার বয়স ১০ থেকে ১৫ বছর বয়স হতে পারে। কুমিরটি লোনা পানির।
কবির জানান, সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।