রামপালে র্যাবের হাতে ভুয়া চাকরিদাতা গ্রেপ্তার
বাগেরহাটের রামপালে ভুয়া চাকরি প্রদানকারী প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার ফয়লা বাজারের নিউ অ্যাপেলো ক্লিনিক (বর্তমান জারা ক্লিনিক) থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ জানায়, এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে ভুয়া চাকরির কাগজপত্র।
র্যাব-৬ আরও জানায়, বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোল্লা সোহেল রানা (৩৪)। তিনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে চাকরি দেওয়ার কথা বলে অনেক সহজ সরল মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। কাউকে কাউকে চাকরির ভুয়া কাগজপত্রও তৈরি করে দিয়েছেন তিনি। সদর হাসপাতালে মাস্টার রোলে চাকরি দেওয়ার কথা বলে চারজনের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন। এ ছাড়া স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার কথা বলে অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন। তিনি ফয়লা বাজারে একটি ব্যক্তিগত ক্লিনিক খুলে তাতে রিসিপশনিস্ট, নার্স ও ডাক্তারসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে ২০ জন, পরিবার পরিকল্পনায় চাকরি দেওয়ার কথা বলে আটজন, এনএসআইতে চাকরি দেওয়ার কথা বলে একজন, পুলিশ কল্যাণ ট্রাস্টের সিকিউরিটি গার্ডে চাকরির কথা বলে চারজনসহ অসংখ্য মানুষের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নেন এই প্রতারক সোহেল।
র্যাবের দাবি, সোহেল তার সহযোগীদের সহায়তায় নিজেই ভুয়া প্রবেশপত্র তৈরি করে ভুয়া পরীক্ষার পর্ষদ গঠন করে নিয়োগপত্র দিয়ে আসছিলেন। তাকে গ্রেপ্তারকালে প্রায় ৫০-৬০ জন ভুক্তভোগীর ভুয়া চাকরির নথিপত্র উদ্ধার করা হয়েছে। আজ রোববার বিকেলে র্যাব তার বিরুদ্ধে রামপাল থানায় মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছেন রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুদ্দীন।