রামপালে লকডাউন বাস্তবায়নে মাঠে সেনাবাহিনী
কঠোর লকডাউনের বিধিনিষেধ প্রতিপালনে বাগেরহাটে রামপালে স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য মাঠে নেমেছে সেনাবাহিনী। লকডাউনের প্রথম দিনে সেনাবাহিনী উপজেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে টহলে রয়েছে।
সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন। তিনি বলেন, ‘লকডাউনের বিধিনিষেধ মেনে চলতে সব শ্রেণি ও পেশার মানুষকে সতর্ক করা হচ্ছে। শুধুমাত্র জরুরি সেবায় নিয়োজিত যান চলছে আর নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান খোলা রয়েছে, তাও নির্দিষ্ট সময়ের মধ্যে। বাকি সব বন্ধ রয়েছে। তারপরও কেউ যদি বিধিনিষেধ উপেক্ষা করে তার বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ইউএনও আরও বলেন, ‘শুক্রবার সকাল থেকে সেনাবাহিনীর সদস্যরা উপজেলা সদর, ভাগা, ফয়লা, গিলাতলাসহ বিভিন্ন এলাকায় টহল দেওয়ায় রাস্তাঘাট প্রায় জনশূন্য। দুএকজনকে দেখা গেলেও তারা মাস্ক পরাসহ বিধিনিষেধ মেনেছেন। এছাড়া ইউনিয়ন পর্যায়েও তা বাস্তবায়নে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মেম্বার ও রাজনীতিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারাও তা সঠিকভাবে পালন করছেন।’