রামেকে পাখি হত্যার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে গাছ কেটে প্রায় দুই শতাধিক শামুকখোল পাখির আবাসস্থল নষ্ট করে এবং জবাই করে খাওয়ার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের মুক্তির মোড়ে একুশে পরিষদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডি এম আব্দুল বারী। এ ছাড়াও বক্তব্য দের সংগঠনের উপদেষ্টা বিন আলী পিন্টু, আব্দুস ছাত্তার মন্ডল, শফিকুল ইসলাম খান, সহসভাপতি মুকুল চন্দ্র কবিরাজ, সিদ্দিকুর রহমান, প্রতাপ চন্দ্র সরকার, সহ-সাধারণ সম্পাদক নাইস পারভীন, মনোয়ার হোসেন লিটন, শাকিরুল রাসেল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশের ক্ষতি করে এমন উন্নয়ন মানা যায় না। এসব উন্নয়নের নামে জীববৈচিত্র্য ধ্বংস করলে সাধারণ মানুষ মেনে নেবে না।
সমাবেশে বক্তারা এমন ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান।
এর আগে গত শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রামেক হাসপাতালের সামনের উন্নয়নের কাজের অযুহাতে বেশ কিছু গাছ কেটে ফেলা হয়। এতে শতাধিক পাখি ও ছানা মারা যায়। এ ইস্যুতে দেশের প্রকৃতিপ্রেমিরা নিন্দার ঝড় তোলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে ব্যাপক ক্ষোভ জানিয়েছে দেশের মানুষ।