রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারলে আমরাও পারব : প্রধানমন্ত্রী
জ্বালানি তেল কেনার বিষয়ে পথ বের করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারলে আমরা কেন পারব না।’ প্রয়োজন হলে রুশ মুদ্রা রুবলে জ্বালানি তেল কেনার বিষয়টিও ভেবে দেখার কথা বলেছেন তিনি।
আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় সভাপতিত্ব করেন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এসব তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী জানান, ‘আজকের সভায় প্রধানমন্ত্রী বলেছেন—রাশিয়া থেকে ভারত তেল কিনতে পারলে আমরা কেন পারব না। মূল্যস্ফীতির কারণে নিম্নআয়ের মানুষের কষ্ট হচ্ছে। মূল্যস্ফীতির জন্য জ্বালানি তেল দায়ী।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এ ছাড়াও প্রধানমন্ত্রী আমাদের সেচের কাজ সোলারে নিয়ে যেতে, স্বাবলম্বী হতে ও খাদ্য খাতে স্বাবলম্বী হওয়ার কথা বলেছেন।’