রাষ্ট্রদ্রোহ মামলায় মিনু-দুলুসহ বিএনপির চার নেতার নামে পরোয়ানা
প্রধানমন্ত্রীকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়ায় রাজশাহীতে করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির চার নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী আসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ মহানগর আওয়ামী লীগের নেতারা আদালতে উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
গত ১৬ মার্চ বিএনপির এই চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম। ওই দিনই শুনানি শেষে বিচারক তদন্ত করে প্রতিবেদন দিতে রাজপাড়া থানার ওসিকে নির্দেশ দেন। আজ পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২ মার্চ বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে এই চার নেতা পূর্ব পরিকল্পিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উৎখাতের অসৎ উদ্দেশ্যে নেতাকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে প্রকাশ্যে হত্যার হুমকি দেন।