রাষ্ট্রপতি পদে ইসিতে মনোনয়নপত্র জমা দিল আ.লীগ
রাষ্ট্রপতি পদে নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে এই মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল নিয়ে আজ সকালে ওবায়দুল কাদের নির্বাচন কমিশনে আসেন। এরপর মনোনয়নপত্র দাখিলের জন্য প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুর আউয়ালের কাছে যান।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত।