রাস্তা থেকে গাছ সরিয়ে যানজট নিরসন করলেন মাশরাফী
নড়াইল-যশোর মহাসড়ক প্রশস্তকরণের জন্য কাটা হচ্ছিল রাস্তার দুই পাশের গাছ। বড় একটি গাছের গুঁড়ি রাস্তার ওপর পড়লে সৃষ্টি হয় তীব্র যানজটের। এসময় লোহাগড়া থেকে নড়াইল ফিরছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা।
গতকাল শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগড়া থেকে নড়াইল ফিরছিলেন মাশরাফী। সে সময় গাছের গুঁড়ির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয় নড়াইল-যশোর মহাসড়কের চৌগাছা আলম ফিলিং স্টেশনের কাছে। মাশরাফীর গাড়িও যানজটে আটকে ছিল বেশ কিছুক্ষণ।
এরপর গাড়ি থেকে নেমে সবাইকে সঙ্গে করে সড়ক থেকে গাছের গুঁড়ি সরাতে ব্যস্ত হয়ে পড়েন মাশরাফী। মাশরাফীর এমন উদ্যোগের কারণে রাস্তার পাশে থাকা লোকজন হাত নেড়ে মাশরাফীকে ধন্যবাদ জানান। বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের কাজে মুগ্ধ হন সেখানে উপস্থিত থাকা জনগণ।
এ সময় মাশরাফীর সঙ্গে তার ব্যক্তিগত দেহরক্ষী বায়েজিদ, ব্যক্তিগত সহকারী (পিএস) জামিল আহমেদ, শাকিল, ম্যানেজার বাবু ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার ভোরে মাশরাফী বিন মোর্ত্তজা আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ যোগ দিতে নড়াইল পৌঁছান। দুপুরে সদ্যপ্রয়াত লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিনের স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেন মাশরাফী। এরপর একই দিনে ঢাকায় ফিরে যোগ দেন একটি অনুষ্ঠানে।