রিজভীকে দেখতে গেলেন মির্জা আব্বাস, গয়েশ্বর রায়
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে আজ রোববার তাঁর শ্যামলীর আদাবরস্থ বাসায় গিয়েছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি রুহুল কবির রিজভীর সঙ্গে কুশল বিনিময় করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় মির্জা আব্বাসের সঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব উপস্থিত ছিলেন।
এর আগে স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পবিত্র ঈদুল ফিতরের দিন রুহুল রিজভীকে দেখতে তাঁর বাসভবনে যান।
গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপরই ১৭ মার্চ তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। পরে গত ৯ মে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দেয়।
তবে চিকিৎসক জানিয়েছিলেন, রিজভী বাসায় থেকেই চিকিৎসা নেবেন। বর্তমানে তাঁর বাড়তি অক্সিজেন না লাগলেও বাসায় সার্বক্ষণিক অক্সিজেন ব্যবস্থা রাখতে হবে যাতে সামান্য শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে সাপোর্ট দেওয়া যায়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ রুহুল কবির রিজভীর সার্বিক খোঁজ-খবর রাখছেন।