রিজভীর শয্যাপাশে মির্জা ফখরুল
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অসুস্থ রুহুল কবির রিজভীর শারীরিক খোঁজ নিতে তাঁর বাসায় গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবীর খান জানান, আজ শনিবার বেলা সাড়ে ১১টায় দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভীর মোহাম্মদপুরের হাউজিংয়ের বাসায় যান বিএনপি মহাসচিব। এ সময় দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল শুক্রবার বাদ জুমা রিজভীকে দেখতে যান দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ শাহজাহান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
গত ৯ মে স্কয়ার হাসপাতালে দুই মাস চিকিৎসাধীন থাকার পর ছাড়পত্র নিয়ে বাসায় ফেরেন রিজভী। বাসায় ব্যক্তিগত চিকিসকদের তত্ত্বাবধায়নে তাঁর চিকিৎসা চলছে।
এর আগে ঈদের দিন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ঈদের পরের দিন মির্জা আব্বাস বাসায় গিয়ে রিজভীর শারীরিক অবস্থার খোঁজ নেন। এ ছাড়া রিজভীকে দেখতে বাসায় যান দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
রুহুল কবির রিজভী গত ১৬ মার্চ করোনা টেস্ট করলে পজেটিভ রেজাল্ট নিয়ে পরদিন স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ১ এপ্রিল শ্বাসকষ্ট অনুভব করলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চেস্টের সিটি স্ক্যানে নানা জটিলতা ধরা পড়লে অক্সিজেন সহায়তা ছাড়া তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছিলেন না বলে আইসিইউতে রেখে তাঁর চিকিৎসা হয়। গত ১৭ এপ্রিল রিজভীর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। এর আগে তিন দফা টেস্টে পজেটিভ আসে।