রিজভীর শারীরিক অবস্থা স্থিতিশীল
স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
রুহুল কবির রিজভীর অক্সিজেন লেভেল আগের চেয়ে ভালো বলে বলে জানিয়েছেন ডা. রফিকুল ইসলাম। তিনি বলেন, রুহুল কবির রিজভী স্বাভাবিক খাবার খাচ্ছেন। দ্রুত রোগমুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।
গত ১৬ মার্চ রুহুল কবির রিজভীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর পরদিন ১৭ মার্চ তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত দুদিন তাঁর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে গতকাল তাঁকে আইসিইউতে নেওয়া হয়।