রিজভী আরও চার মামলায় গ্রেপ্তার
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার আরও চার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এই আদেশ দেন। এদিন মামলার তদন্তকর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদন করলে বিচারক আবেদন মঞ্জুর করেন।
বিএনপির আইনজীবী জাকির হোসেন জুয়েল গণমাধ্যমকে বলেন, সিএমএম আদালতে বিচারাধীন তিন মামলায় পূর্বে রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই তিন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া অপর একটি মামলা তদন্তাধীন ছিল। সেই মামলাতেও গ্রেপ্তার দেখানো হয়। এ নিয়ে চার মামলায় পুলিশ গ্রেপ্তার দেখায়।
নথি থেকে জানা গেছে, গত ৮ ডিসেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। একই দিন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।