রিমান্ড শেষে কারাগারে ‘গোল্ডেন মনির’
অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনের তিন মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন।
আদালতে বাড্ডা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাজহারুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ‘গোল্ডেন মনির’কে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জিআরও বলেন, গত ২২ নভেম্বর ও ৩ ডিসেম্বর গোল্ডেন মনিরকে দুই দফায় রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার সিএমএম আদালত।
নথি থেকে জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর মেরুল বাড্ডার একটি বাসায় গত ২১ নভেম্বর রাত ১০টা থেকে অভিযান চালিয়ে মনির হোসেন ওরফে ‘গোল্ডেন মনির’কে গ্রেপ্তার করে র্যাব। র্যাবের দাবি, নব্বইয়ের দশকে রাজধানীর গাউছিয়া মার্কেটে কাপড়ের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন মনির। সেখান থেকে পর্যায়ক্রমে মালিক হয়েছেন এক হাজার ৫০ কোটি টাকার।