রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অপরিবর্তিত
রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
আজ রোববার এ তথ্য জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
বিএনপির এই নেতা বলেন, ‘রুহুল কবির রিজভীর অক্সিজেন লেবেল কিছুটা আপ-ডাউন করলেও সার্বিক অবস্থা স্থিতিশীল। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন। আশু রোগমুক্তির জন্য তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।’
গত ১৬ মার্চ রুহুল কবির রিজভীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। ১৭ মার্চ তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হন। গত দুদিন তাঁর শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।