রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শামসু নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। গতকাল বুধবার রাত থেকে দফায় দফায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য বজলুর রহমান বজলু, জয়নাল, শাহিন ওরফে সিটি শাহিন ও নাজমার নেতৃত্বে চনপাড়ায় দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধ চলে আসছে। এসবে আধিপত্য বিস্তার নিয়ে বজলু গ্রুপের সঙ্গে সিটি শাহিন গ্রুপের বিরোধ চলছে। কয়েকদিন ধরে উভয়পক্ষের লোকজন বিভিন্ন সময় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরকে ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সংঘর্ষে লিপ্ত হয় তারা। এতে উভয় পক্ষের নারীসহ ১০ জন গুরুতর আহত হয়।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শামসু মারা যান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম সায়েদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।