রূপগঞ্জে সাংবাদিককে পিটিয়ে আহতের ঘটনায় মামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক মো. রাশেদুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে আহতের ঘটনায় মামলা হয়েছে। রূপগঞ্জ থানায় মামলাটি করেছেন আহত রাশেদুল। তিনি দৈনিক মানবকণ্ঠে কাজ করেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, হত্যার উদ্দেশে উপজেলার বাড়িয়াছনি এলাকায় রাশেদুলের ওপর এ হামলার ঘটনা ঘটে। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, এ ঘটনার বিচারের দাবিতে পূর্বাচল সংলগ্ন ইছাপুরা বাজার এলাকায় শত শত নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। এ সময় বিক্ষোভকারীরা অবিলম্বে চাঁদাবাজ, সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবি জানান।
মানববন্ধনে বিক্ষোভকারীরা জানান, সন্ত্রাসীদের দাবিকৃত ৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে গত মঙ্গলবার রাত ১২টায় জোরপূর্বক সাংবাদিকের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে যায় দখলদাররা। সেকাজে বাধা দেওয়ায় সাংবাদিক রাশেদুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে তারা। ১০ থেকে ১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী এ হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা রাশেদুল ইসলামের বাম হাত ও একটি দাঁত ভেঙে যায়। এ ছাড়া সারা শরীরে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে পানিতে ফেলে দেয়। পরে আশপাশের লোকজন পানি থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে সাংবাদিক রাশেদুলকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় সাংবাদিক রাশেদুল ইসলাম বাদি হয়ে গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রূপগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় নাদিম (৪০), লাকী আক্তার (৪০), রিপন (২৪), রাজু (৩৩), রিয়াদ মোল্লা (৩২), সালাউদ্দিন (৪০), সোহেল (২৮), মোক্তার (৩৫), কাদিরসহ ১০ জনকে আসামি করা হয়।
রূপগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, সাংবাদিক রাশিদুলকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামি গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।