রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কাজাখস্তানের নাগরিক খুন, ৩ বেলারুশীয় নাগরিক আটক
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত কাজাখস্তানের এক নাগরিক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় একই দেশের অপর এক নাগরিক আহত হয়েছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিন বেলারুশীয় নাগরিককে আটক করেছে।
নিহত ভালাদিমির শভেটস (৫২) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘নিকিম’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গতকাল শনিবার রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিনসিটি আবাসিক প্রকল্পের ৬ নম্বর ভবনে এ হত্যাকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে কয়েকজন বেলারুশীয় নাগরিকের সঙ্গে বাগ্বিতণ্ডায় নিহত হন কাজাখস্তানের নাগরিক ভালাদিমির।
পুলিশ বলছে, কাজাখস্তানের আহত নাগরিককে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিচালক ড. শৌকত আকবরের সঙ্গে বারবার চেষ্টার পরও যোগাযোগ সম্ভব হয়নি।