রেলকে ধাক্কা দিয়ে যদি কেউ অঘটন ঘটায়, তার জন্য কি রেল দায়ী : প্রশ্ন রেলমন্ত্রীর
রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, আমার রেলতো কাউকে ধাক্কা দেয় না। অন্য যানবাহন রেলকে ধাক্কা দিয়ে যদি অঘটন ঘটায় তার জন্য কি রেল দায়ী?
গোপালগঞ্জ রেলস্টেশন চত্বরে আজ সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরের দেশব্যাপী প্রদর্শনীর শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, রেল যখন চলাচল করে তখন আশপাশ দিয়ে ১৪৪ ধারা জারি থাকে। রেল রেলের লাইনে চলে, অন্য কেউ রেলের সাথে ধাক্কা খাবে, তার দায়িত্ব রেলের উপর যাবে, এটা যুক্তিসঙ্গত নয়। রেল কাউকে ধাক্কা দেয় না। অন্য যানবাহন এসে ধাক্কা দিয়ে রেলকে অনিরাপদ করবে, এর দায়িত্ব রেল নেবে না।
জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর-উল- আলম চৌধুরী, রেলের জেনারেল ম্যানেজার (পশ্চিম) অসীম কুমার তালুকদার, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান প্রমুখ বক্তব্য দেন।
পরে রেলমন্ত্রী ফিতা কেটে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘরের দেশব্যাপী প্রদর্শনীর শুভ সূচনা করে পরিদর্শন করেন। এরপর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিশেষ মোনাজাত করেন।