রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা দেবে চীন : পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে সহযোগিতা দেওয়ার বিষয়ে আবারও অঙ্গীকার করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এর সঙ্গে বৈঠক শেষে চীনের অঙ্গীকারের বিষয়টি সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ বৃহস্পতিবার চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিয়ে আলাপ হয়েছে। আমরা বলেছি, আপনারা যে ত্রিপক্ষীয় উদ্যোগ নিয়েছেন সেটা দীর্ঘদিন ধরে ঝুলে আছে। আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। আমাদের অনুরোধের জবাবে রাষ্ট্রদূত বলেছেন, তিনি সুখবর দেবেন। কিন্তু তিনি প্রকৃত অর্থে কোনো ধরনের সুখবর কিছু দিতে পারেননি। শুধু বলেছেন যে, তারা এখনও এক পায়ে দাঁড়িয়ে আছেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য। আপাতত আমাদের কাছে মনে হচ্ছে চীনের পক্ষ থেকে আমাদের জন্য এটাই সুখবর।