রোজার পরে কঠোর আন্দোলন : মাহমুদুর রহমান মান্না
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, রোজার পরে কঠোর আন্দোলন করে এ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা হবে।
আজ বুধবার (৫ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে নাগরিক ঐক্যের আয়োজনে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘গতকালকে আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বঙ্গবাজারের ঘটনাস্থলে গিয়েছিলাম। কেউ কেউ বলছে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার লোকের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র বলছেন- আমাদের কোনো দায় নেই। তারা কত উন্নয়ন করেছে, তারা যদি এতোই পারে তাহলে কেন দেড় হাজার কোটি টাকার ইভিএম কিনতে পারছে না? জিনিসের দাম বেড়েছে কিন্তু বেতন তো বাড়েনি। আজ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘এই সরকার এখন খালি ভাব দেখায়। আমরা দেখতে চাই অর্থনৈতিক কাজে জনগণের কতটা কল্যাণ হয়। আমরা বলেছিলাম মানব উন্নয়ন ছাড়া কোনো উন্নয়ন কাজে লাগে না। সরকার হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেয়। এখান থেকে শুরু হয় লুটপাট আর দুর্নীতি। এ সরকারের হাতে কোনো কিছুই নিরাপদ নয়। এ সরকারের হাতে ভোটও নিরাপদ নয়। সরকারের অবহেলা আছে এই বঙ্গবাজার নিয়ে।’
নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য মোমিনুল ইসলাম, প্রধান উপদেষ্টা এস এম আকরাম, সাংগঠনিক সম্পাদক শাকিব আনোয়ার প্রমুখ কর্মশালায় বক্তব্য রাখেন।