রোজিনাকে নির্যাতনের বিষয়ে জানেন না স্বাস্থ্যমন্ত্রী
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে নির্যাতন করা হয়েছে—এমন কিছু জানেন না বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘তাঁকে (রোজিনা ইসলাম) আটকে রেখে কোনো রকমে নির্যাতন করেছে— সেটা আমার জানা নাই। আমরা অবশ্যই এই বিষয়টি তদন্ত করে দেখব, শারীরিক কোনো নির্যাতন বা হেনস্তা করা হয়েছে কি না।’
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা ও নির্যাতন প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেছেন, “মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা, বলছেন যে, ‘শারীরিক নির্যাতন তো আমি করি নাই, বরঞ্চ আমাকেই শারীরিক নির্যাতন করেছে। আমি যখন আটকাতে চেষ্টা করেছি তাঁকে, আমার গায়ে খামচি দিয়েছে, আমাকে থাপ্পড় দিয়েছে। আমরা তো তাঁকে শুধু আটকানোর চেষ্টা করেছি’।”
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার টিকা নিয়ে আমরা দিনরাত পরিশ্রম করছি। নন-ডিসক্লোজার সই করেছি, সেটা যদি নিয়ে চলে যায় এবং সেটা যদি প্রকাশ করতে চায়। তাহলে রাষ্ট্রীয়ভাবে আমাদের ক্ষতি হয়ে যাবে। আমাদের টিকা তো পাওয়া দূরের কথা, ওসব দেশের সঙ্গে সম্পর্কই নষ্ট হয়ে যাবে।’