রোববার-সোমবার থেকে বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
আগামী রোববার বা সোমবার থেকে পরীক্ষামূলক বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
আজ শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের গড়পাড়ায় নিজ গ্রামে শুভ্র সেন্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শীতকালীন পিঠা-পুলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১১ কোটির অধিক ডোজ ভ্যাকসিন দিয়ে ফেলেছি। এর মধ্যে সাত কোটি সিঙ্গেল ডোজ ও সাড়ে চার কোটি ডাবল ডোজ দেওয়া হয়েছে। এ ছাড়া আমাদের পাঁচ কোটি ডোজ এখনও মজুদ রয়েছে। আমরা শিগগিরই ভ্যাকসিনের জন্য সুরক্ষা অ্যাপকে আরও উন্নত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি।’
প্রথমে সম্মুখসারির চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের বুস্টার ডোজের আওতায় আনা হবে বলেও জানান জাহিদ মালেক।
মন্ত্রী আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে আরও বলেন, বাংলাদেশে এখন করোনা অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। সংক্রমণের হারও কমে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাইডলাইনে আমাদের চেষ্টায় দেশের অবস্থা ভালো আছে।
স্বাস্থ্যমন্ত্রীর আয়োজনে পিঠা-পুলি উৎসবে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, মানিকগঞ্জ পৌর মেয়র মো. রমজান আলী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সাটুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।