রোহিঙ্গানেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গানেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ হত্যার ঘটনা ঘটে।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ (৫০) এফডিএমএন ক্যাম্প-১ ইস্টের ব্লক-ডি ৮-এ বসবাস করতেন। তিনি আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটর্সের (এআরএসপিএইচ) চেয়ারম্যান ছিলেন। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন।
রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত আট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার কামরান জানান, এশার নামাজের পর নিজ কার্যালয়ে অবস্থানকালে অজ্ঞাতনামা বন্ধুকধারীরা মোট পাঁচ রাউন্ড গুলি করে। এতে তিন রাউন্ড গুলি তাঁর বুকে লাগে। দ্রুত তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মুহিবুল্লাহর মরদেহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএনের অতিরিক্ত পুুুলিশ সুপার।