রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবার বড় চালান, মাঝি গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে বিপুল সংখ্যক ইয়াবার একটি চালান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় জড়িত সন্দেহে শরণার্থী ক্যাম্পের সাবেক এক মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলার বালুখালী রোহিঙ্গা শিবিরের ৯ নম্বর ক্যাম্পের জি-ব্লক থেকে গতকাল সোমবার দিবাগত রাতে সাড়ে পাঁচ লাখ ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। র্যাব বলছে, রোহিঙ্গা ক্যাম্পে আটক করা সবচেয়ে বড় ইয়াবার চালান এটি।
এ সময় গ্রেপ্তার রোহিঙ্গা নাগরিক গুরা মিয়া (৪৫) ওই শিবিরের ৯ নম্বর ক্যাম্পের প্রধান (হেড) মাঝি ছিলেন বলে জানা গেছে।
আজ মঙ্গলবার কক্সবাজার র্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গুরা মিয়া নামের ওই রোহিঙ্গা মাঝি মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান নিজ ঘরে মজুদ করে পাচারের অপেক্ষায় ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পে ওই মাঝির ঘরে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গুরা মিয়াকে আটক করা হয়।
এ ব্যাপারে দায়ের করা মামলায় গুরা মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।