‘রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডে উদ্বিগ্ন ইইউ মানবিক সহায়তা কমিশন’
কক্সবাজারে ক্যাম্পে রোহিঙ্গানেতা মুহিবুল্লাহসহ সাত রোহিঙ্গা হত্যার ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবিক সহায়তা কমিশন উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে বিশ্বের বৃহৎ আশ্রয় শিবিরে সমন্বিতভাবে ঝুঁকি প্রতিরোধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে তা বিশ্বাস করে বলে জানিয়েছে ইইউ প্রতিনিধিদল।
আজ মঙ্গলবার দিনব্যাপী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নানা কার্যক্রম পরিদর্শন ও রোহিঙ্গাদের কথা বলে ইইউর ১৫ সদস্যের প্রতিনিধিদল। বিকেলে গণমাধ্যমের কাছে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন প্রতিনিধিদলের নেতা।
আজ সকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসে ইইউর ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল। যার নেতৃত্ব দেন মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিশনার জানে লেনোচিক।
প্রতিনিধিদলটি প্রথমে কুতুপালংয়ে জাতিংসঘের ট্রানজিট সেন্টারে যায়। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে এবং কার্যক্রম পরিদর্শন করে প্রতিনিধিদল। এরপর দীর্ঘপথ হেঁটে ১৮ নম্বর ক্যাম্পে ইউনিসেফ পরিচালিত শিশু শিক্ষাকেন্দ্রের পাঠদান কার্যক্রম দেখে এবং রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করে প্রতিনিধিদলটি।
প্রতিনিধিদলের নেতা লেনোচিক জানান, ক্যাম্পে সম্প্রতি মুহিবুল্লাহসহ সাত রোহিঙ্গা হত্যার ঘটনায় উদ্বিগ্ন ইইউ মানবিক সহায়তা কমিশন। রাখাইনের পরিস্থিতির উন্নতি করতে এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রয়েছে এবং তাদের সব ধরনের উন্নয়ন সহায়তা বন্ধ রাখা হয়েছে।
ইইউ প্রতিনিধিদল দুপুরে উখিয়া উপজেলার ইউএনএইচসিআরের ট্রানজিট সেন্টারে যায় এবং সেখানে রোহিঙ্গা শরণার্থী এবং সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত ঘটনার ভিকটিমদের সঙ্গে মতবিনিময় করে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদদৌজা নয়ন জানান, ইইউর উচ্চ পর্যায়ের এই প্রতিনিধিদল উখিয়া ট্রানজিট সেন্টারে রোহিঙ্গাদের সঙ্গে তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। প্রতিনিধিদলের সদস্যরা রোহিঙ্গাদের স্বদেশে ফেরত যাওয়া, মিয়ানমারে বিদ্যমান পরিবেশ এবং প্রত্যাবাসন বিষয়ে রোহিঙ্গাদের কাছ থেকে জানতে চান।
শামসুদদৌজা নয়ন আরও জানান, ইইউ প্রতিনিধিদলটি বালুখালী ১৮ নম্বর ক্যাম্পে ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টার পরিদর্শন করে। সেখানে তারা রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এবং রোহিঙ্গাদের শিক্ষা নিয়ে ইউনিসেফ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে।
বিকেলে ইইউ প্রতিনিধিদল ক্যাম্পে অবস্থিত রোহিঙ্গা সাংস্কৃতিককেন্দ্র ও জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ডিস্ট্রিবিউশন সেন্টারও পরিদর্শন করে বলে জানান শামসুদদৌজা নয়ন।