র্যাবের ওপর হামলার মামলায় ইউপি চেয়ারম্যানের জামিন
সাতক্ষীরায় র্যাব সদস্যদের ওপর দুই দফায় হামলার মামলায় রমজাননগর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান আল মামুনকে গ্রেপ্তার করে শ্যামনগর থানায় সোপর্দ করে। পরে আজ সোমবার বিকেলে সাতক্ষীরা ভার্চুয়াল আদালত তাঁকে জামিন দেন।
এর আগে মাদক উদ্ধার অভিযানে যাওয়া র্যাব সদস্যদের ওপর দুই দফায় হামলা ও মারধর করে ঘরে আটকে রাখার ঘটনায় সাতক্ষীরার শ্যামনগর ও দেবহাটা থানায় দুটি মামলা করে র্যাব।
গতকাল রোববার রাতে সাতক্ষীরার শ্যামনগর থানায় একটি মামলা করেন র্যাবের উপপরিদর্শক (এসআই) এলাহী মিয়া। এ ঘটনায় তিনি আরও একটি মামলা করেন দেবহাটা থানায়। প্রথম মামলায় আসামি করা হয় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুনকে। এই মামলায় আরও আসামি করা হয়েছে আলমগীর, হযরত, প্রদীপ বর্মণ, মুজিবুরসহ আরও সাতজনকে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, গত শনিবার রাতে শ্যামনগর উপজেলার কৈখালিতে র্যাব মাদক জব্দ করতে গেলে চোরাকারবারিরা তাদের ওপর হামলা ও মারপিট করে একটি ঘরে র্যাব সদস্য বিশ্বজিত ও আসলানকে আটকে রাখে। এ সময় তারা র্যাবে পাঁচ-ছয়জন সোর্সকেও বেধড়ক মারপিট করে আহত করে। তাদের সঙ্গে থাকা প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলও ভাঙচুর করে।
খবর পেয়ে র্যাবের কয়েকজন সদস্য কৈখালিতে গিয়ে তাদের উদ্ধার করে। রাত ১০টার দিকে এই ঘটনার পর রমজাননগর ইউনিয়নের ব্রিজের ধারে উদ্ধার হওয়া র্যাবে সদস্যরা পৌঁছালে তাদের ওপর আবারও হামলা করে চোরাকারবারিরা। পরে আরও র্যাব সদস্য গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে।
ওসি আরও জানান, এ ঘটনায় রমজাননগর ইউপি চেয়ারম্যান আল মামুন নেতৃত্ব দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়। আল মামুনকে আটক করে শ্যামনগর থানায় সোপর্দ করে র্যাব। পরে এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। আদালত রিমান্ড নামঞ্জুর করে তাকে জামিন দিয়েছেন বলেও জানান ওসি।
সাতক্ষীরা ভার্চুয়াল আদালতের বিচারক রাকিবুল হাসান তার জামিন মঞ্জুর করেন।
অপরদিকে, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় দেবহাটা থানায়ও একটি মামলা হয়েছে।